মোঃ ইশারাত আলী:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (সেনাবাহিনী ও বিজিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মোঃ হাবিবুর রহমান (পিতা: লিয়াকত হোসেন) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে একটি দল।
যৌথবাহিনী জানায়, আটক ব্যক্তির বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে আজ সকাল ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ যৌথ বাহিনীর মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল দেশীয় আগ্নেয়াস্ত্র: ১টি রামদা: ৩টি এসএস পাইপ: ১টি
ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদুল হক খান (এস বি পি) নিশ্চিত করেছেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।
তবে স্থানীয়রা জানান এই অভিযান অব্যাহত থাকলে জনসাধারণ এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। তাদের বিশ্বাস সেনাবাহিনী ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করবে।