শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

লোনা টেংরার পোনা উৎপাদন, নাসিং ও চাষ পদ্ধতি বিষয়ে চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

লোনা টেংরার পোনা উৎপাদন, নাসিং ও চাষ পদ্ধতি বিষয়ে চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

বে-সরকারি উন্নয়ন সাংস্থা সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামানের উদ্ব্যেগে টেংরা মাছের পোনা উৎপাদন ও বিপনন বিষয়ে এলাকার মৎস্য চাষীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) সকাল ১০ টায় সুশীলনের টাইগার পয়েন্টে সুশীলনের সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান। তিনি মৎস্য চাষীদের উদ্দ্যেশে বলেন সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জে ১শ বিঘা জমির উপর ২০০৯ সাল থেকে মৎস্য চাষ শুরু হয়। ২০১৮ সাল থেকে পাইকগাছা লোনা পানি মৎস্য উৎপাদন কেন্দ্র ও বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সিটিটিউটের সার্বিক পরামর্শে উক্ত প্রজেক্টে পাইলট প্রকল্প হিসাবে টেংরা মাছের চাষ শুরু করি। টেংরা পোনা উৎপাদনের মাধ্যমে আমি অবহেলিত জনপদের মানুষদের টেংরা মাছ চাষে উদ্বুদ্ধ করতে চাই। এ চাষে ঝুঁকি কম, লাভ বেশি। সুতারং ছোট বড় ঘের ব্যবসায়ীরা সুলভ মুল্যে টেংরা মাছের পোনা এ প্রকল্প থেকে সংগ্রহ করতে পারবে। তিনি আরও বলেন ইতিপুর্বে এ অঞ্চলের মৎস্য চাষীরা বাগদা চিংড়ি চাষের পাশাপাশি তেলাপিয়া, ভেটকি, কাঁকড়ার চাষে ঝুঁকে পড়লেও তেমন সফলতা পায়নি। তবে লোনা পানির টেংরা মাছ চাষে চাষীরা উপকৃত হবে। ডিমওয়ারা ও পুরুষ টেংরা মাছকে হরমন ইনজেকশনের মাধ্যমে পোনা উৎপাদন করা হচ্ছে এ প্রকল্পে। উদ্বুদ্ধকরণ এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সিটিটিউটের পাইকগাছা লোনা পানি কেন্দ্রের ক্ষেত্র সহকারী খন্দকার শাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক হাজী মুরাদ, সুশীলনের রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় অংশগ্রহন করেন সুফলভোগী ৭৫ জন চাষী। উদ্বুদ্ধকরণ সভার পরে টেংরা চাষ প্রকল্পের পোনা উৎপাদন, প্রজেক্ট পুকুর পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ক্ষেত্র সহকারী খন্দকার শাকির হোসেন বলেন ডিমওয়ালা টেংরা মাছ থেকে হ্যাচারীতে প্রথম পর্যায়ে পোনা উৎপাদন করে ১ সপ্তাহ রাখা হয়, এরপরে প্রজেক্ট পুকুরে ২১ দিন রাখা হয়। মাছের খাদ্য হিসাবে আয়ারল্যান্ডের ৪২% প্রোটিন খাদ্য সমৃদ্ধ খাবার সরবারহ করা হয়। তিনি আরও জানান, ১৫ টি মাছ ১ কেজি হলে তার দাম ৫ শ টাকা বাজারে বিক্রি হবে। ১ কেজি মাছ উৎপাদন খরচ হয় ২শ ৪০ টাকা। সবমিলে টেংরা মাছ চাষে ঝুঁকি কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2013 www.satkhiranews24.com
Hosted By LOCAL IT