ডেস্ক রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের জন্য কড়া নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে ভোটকক্ষের ভেতরে লাইভ সম্প্রচার, সরাসরি সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ নিষিদ্ধ করা হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটকক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট কিংবা ভোটারদের কোনো ধরনের সাক্ষাৎকার নেওয়া যাবে না। একই সঙ্গে ভোটকক্ষের ভেতর থেকে টেলিভিশন, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ভোটকক্ষের ভেতরে লাইভ সম্প্রচার করা যাবেনা, ভোটার, প্রিসাইডিং অফিসার বা পোলিং এজেন্টের সরাসরি সাক্ষাৎকার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিং, ভোটগ্রহণে বিঘ্ন ঘটে—এমন কোনো কার্যক্রম, কীভাবে সংবাদ সংগ্রহ করা যাবেনা
ইসি জানিয়েছে, ভোটগ্রহণ সংক্রান্ত তথ্য ব্রিফিং অফিসারের মাধ্যমে সংগ্রহ করতে হবে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রের বাইরে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ছবি, ভিডিও ও বক্তব্য সংগ্রহ করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন-সংক্রান্ত কোনো উপকরণ স্পর্শ করা যাবে না এবং সংবাদ সংগ্রহের সময় নির্বাচন আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এসব নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তি এড়ানো।
ইসি সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।