March 9, 2025, 2:37 pm
কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) বিকোলে কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, যুগ্ম আহবায়ক ইদ্রীস আলী সরদার, আব্দুল জলিল মোড়ল, যুবদলের আহবায়ক শেখ আআব্দুল করিম, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, হাফেজ আরাফাত হোসেন, দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসাইন।
এসময়ে বক্তব্যে প্রধান অতিথি বলেন বিএনপিকে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সকল ভেদাভেদ ভূলে আন্তরিকতার সহিত মাঠে ময়দানে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আপনার আমার প্রাণের প্রতিক ধানের শীষের কান্ডারীকে বিজয়ী করতেই হবে। অনেক ষড়যন্ত্র আর নানান রূপকথা ছড়িয়ে নিজ পরিবার তথা মহল্লায় ভোটার সাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে একটি গোষ্টি সেদিক থেকে সকলকে সজাগ থাকতে আহবান জানিয়ে কেন্দ্রীয় এ নেতা আরও বলেন পদ পদবী মুখ্য বিষয় নয়, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনই হতে হবে মূল লক্ষ্য। সুতরাং আসুন ধানের শীষের পক্ষেই আজ থেকে প্রচারণা শুরু করি।
Leave a Reply