প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৯:১৭ পি.এম
ধুলিহরে তীব্র শীত উপেক্ষা করে জামায়াতে ইসলামীর নির্বাচনে প্রচারণা এবং দাঁড়িপাল্লা প্রতীক প্রদর্শনী
রুহুল কুদ্দুস,ধুলিহর প্রতিনিধিঃ
ধুলিহরে তীব্র শীত উপেক্ষা করে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রাচার-প্রচারণা এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ) দিবাগতরাত ১২ টার পরে সাতক্ষীরা সদর, ৮ নং ধুলিহরের ৭নং ওয়ার্ড জাহানাবাজ নারকেলতলা মোড় সংলগ্ন জামায়াতে ইসলামীর অস্থায়ী নির্বাচনী অফিস থেকে শুরু হয় এ নির্বাচনী প্রচারণা। ইউনিয়ন জামায়াতে ইসলামীর পরামর্শক্রমে এবং স্থানীয় মাওলানা ইয়াহিয়ার নেতৃত্বে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন এলাকার অসংখ্য নেতাও কর্মীবৃন্দ।
গভীর রাতে নির্বাচনী প্রচারণার এমন উদ্যোগের কথা জানতে চাওয়ায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাওলানা ইয়াহিয়া এবং গ্রাম ডাক্তার মো. রবিউল ইসলাম পৃথকভাবে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ সংগঠন। রাষ্ট্রের সকল আইন-কানুনের প্রতি সর্বদা অনুগত ও শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২১ শে জানুয়ারি পর্যন্ত সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ ছিল। তাই বিধি নিষেধ অনুযায়ী নির্বাচনী প্রতীক বরাদ্দ পরবর্তী দিনের শুরুতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত নেতাকর্মীরা আরো বলেন, আমার আমাদের নমিনি মহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবো।
এসময় এলাকার বিভিন্ন মোড়ে এবং ফাকা জায়গায় রকমারি ব্যানার প্লাকার্ডসহ প্লাস্টিক ডালা,কাঠ এবং বিভিন্ন উপকরণ দিয়ে বানানো প্রায় ৪০-৫০টি দাঁড়িপাল্লা ঝুলানো হয়।
Copyright © 2026 satkhiranews24.com. All rights reserved.