আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে আরেকবার জনকল্যাণে কাজ করার সুযোগ দিন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী আলাউদ্দীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন এবং সাতক্ষীরার উন্নয়নে তার বিশেষ নজর রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, “এ এলাকায় স্বাধীনতাবিরোধী একটি দল বারবার জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়ন ব্যাহত করেছে। তাদের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগসহ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উল্লেখ করে বলেন, এ কারণেই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।
পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে একটি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন তিনি পাশাপাশি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
কাজী আলাউদ্দীন বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ এবং কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।” এ লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল এছাড়া বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
জনসভায় নেতৃবৃন্দ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।