মোঃ ইশারাত আলী :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ডিআরএম কলেজ মাঠে ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ধলবাড়িয়া বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফা। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুল।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, বিষ্ণুপুর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, ছাত্রদলের সাবেক সেক্রেটারি রেদাওয়ান ফেরদাউস রনি এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলনসহ আরও অনেকে।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাজী আলাউদ্দিন বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের সার্বিক উন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, “২০০১ সালে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।”
বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি মহল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা এতে কান দেবেন না। আমি নির্বাচিত হলে এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “ধানের শীষে ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করলে অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করে এই জনপদকে একটি আদর্শ অঞ্চলে রূপান্তর করবো—ইনশাল্লাহ।”
এ জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। #