January 28, 2025, 10:01 pm
সাতক্ষীরা প্রতিনিধি :
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM (রিম্যাপ) সাতক্ষীরা’র উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৪ মে-২১) সন্ধ্যায় সংস্থাটির কার্যালয়ে আইওএম রিম্যাপ সাতক্ষীরার কো-অডিনেটর মোঃ ইশারাত আলীর সভাপতিত্বে ও টিম লিডার এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ঘুর্ণিঝড় “জশ” মোকাবেলায় প্রস্তুতি সভা ও স্বেচ্ছাসেবক কমিটি গঠনে উপস্থিত ছিলেন আইওএম (রিম্যাপ) সাতক্ষীরার টিম লিডার ও এনুমেটরগন।
এসময় কো-অডিনেটর মোঃ ইশারাত আলীর প্রস্তাবনায় এবং উপস্থিত সকলের সম্মতিক্রমে টিম লিডার ওয়ান এম হাফিজুর রহমান শিমুলকে আহবায়ক ও রানুকা রানী মন্ডলকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন টিম লিডার ওসমান ফারুক, টিম লিডার গোপাল কুমার মন্ডল, এনুমেটর জাহিদ হাসান, ওমর ফারুক শুভ, মুজাহিদ হোসেন, রাজিব মন্ডল, জহুরুল ইসলাম, আমিনুর রহমান, জাকির হোসেন, শরিফুল ইসলাম, রওনাকুল ইসলাম, শামিম আলম, দীপঙ্কর সরকার, মশিউর রহমান সোহাগ, রায়হানুল ইসলাম, আবু ইয়াছিন, মাছুম বিল্লাহ, মরিয়ম ময়না, সালমা খাতুন।
কমিটি গঠন শেষে ঘুর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী করোনীয় বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয় এবং আইওএম রিম্যাপ সাতক্ষীরার সকল ইনুমেটরকে দুর্যোগ মোকাবেলায় সামনে থেকে কাজ করার জন্য অনুরোধ করা হয়।
Leave a Reply