‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে নীলফামারীর ডোমারে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
ভূমি মেলা/২০২৫ উপলক্ষে রোববার সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের সহযোগিতায় ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ ডোমার পৌরসভা শাখার সাবেক সাবেক সভাপতি আব্দুল হক, মুক্তিযোদ্ধা ডোমার পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ প্রমূখ। মেলা চলবে ২৫মে থেকে ২৭মে পর্যন্ত। এজন্য ভূমি অফিসে সেবাবুথ খোলা হয়েছে।