April 3, 2025, 1:46 am
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়ায় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গনে ৭তম ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার শ্রীশ্রী মহাপ্রভুর শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
৯ ও ১০ জ্যেষ্ঠ মোতাবেক ২৪ ও ২৫ মে ঘোল প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে। নামামৃত পরিবেশন করবেন, খুলনার মাষ্টার নির্মল কুমারের নেতৃত্বে প্রভু নিতাই সম্প্রদায়, বাঘেরহাটের মাষ্টার মলয় কুমারের মদন গোপাল সম্প্রদায়, খুলনার মাষ্টার লক্ষ্মী রাণীর মা লক্ষ্মী রাণী সম্প্রদায়, গোপালগঞ্জের মাষ্টার নিহার রঞ্জনের বিশ^ বন্ধু সম্প্রদায়, ফরিদপুরের মাষ্টার চৈতি রাণী দত্তের মা ভূবনেশ^রী সম্প্রদায় ও সাতক্ষীরার মাষ্টার কাকলী রাণীর মা কুমোদীনি সম্প্রদায়। ২৬ মে রাত্র ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ধর্মীয় যাত্রাপালা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি থাকবেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রামপদ সানা। খালিয়া সার্বজনীন মাহানামযজ্ঞ কমিটির সভাপতি বিধান চন্দ্র মন্ডলসহ কমিটির সকল সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply