সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী কওফিল অরা সজলের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। তিনি বক্তব্যকালে বলেন দেশ ও জনগনের কল্যাণে বঙ্গবন্ধু কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সফল ভাবে কাজ করে চলেছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নীত হতে যাচ্ছে। সকল সেক্টরে বর্তমান সরকার ব্যাপকভাবে উন্নয়ন করে চলেছে। আমরা সকলেই মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই এই উন্নয়নের ধারবাহিকতা বজায় থাকবে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন শুধু পাঠ্য বইয়ের ভরসায় থাকলে চলবে না। তোমাদেরকে অবশ্যই বেশি বেশি সাধারণ জ্ঞ্যানে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।মেধাবীদের তালিকায় নিজেদের নাম লেখাতে একাগ্রতার সাথে লেখাটড়ায় মনোনিবেশ করতে হবে। লেখাপড়ার পাশাপশি সাংস্কৃতি চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। সম্প্রতি উপজেলার ডি আর এম আইডিয়াল কলেজের এক ছাত্রসহ তার পরিবারের ৩জন বজ্রপাতে মৃত্যুবরণ করে। যেটা অনেক শোকাবহ ও চিন্তার বিষয়। আমি তাদের মাগফিরাত কামনা করি। নবীনবরণ এই অনুষ্ঠানে শোককে শক্তিতে রুপান্তর করে জলবায়ু পরিবর্তনের শ্লোগানে বজ্রপাত রুখতে হলে আমাদেরকে পরিবেশ বান্ধব হতে হবে, প্রত্যেকে অন্তত একটি করে তালগাছ লাগাতে হবে। আমি নিজে উদ্যোগ নিয়ে সড়কের ধারদিয়ে তাল গাছ লাগাব। আসন্ন শরতকালে তালের বড়া উৎসব করতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী তাল সংগ্রহ করে করেজে আনতে হবে।
কালিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা রুপান্তর করতে চাই এই প্রত্যয়ে প্রধান অতিথি আরও বলেন কয়েক মাসের মধ্যে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় গুলেতে শতভাগ বিদ্যুতায়িত করা হবে। ডিজিটাল হাজীরার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আমি চাই সকল ক্ষেত্রে কালিগঞ্জ উপজেলা যেন এগিয়ে থাকে। উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গুলোর উন্নয়নে ভুমিকা রাখবো। আমি উপজেলাবাসীর সহযোগীতা পেলে উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করবো। কলেজের অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পাটির সভাপতি মাহবুবর রহমান, কলেজের অধ্যক্ষ আবু রায়হান শিদ্দিকী, শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী রওনাকূল ইসলাম দুলাল প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply