শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জে বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর-২০২৫) সকাল ১০টায় পরিষদের নিজস্ব প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিষদের সভাপতি মনজুর লুৎফর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি বাবু পশুপতি বৈদ্য, সাধারণ সম্পাদক বাবু মৃন্ময় সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরদার, সাংস্কৃতিক সম্পাদক বাবু সুশান্ত সরদার এবং ভূমিদাতা বাবু নয়ন দাশসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সংস্কৃতিপ্রেমীরা।
সভাপতির বক্তব্যে মনজুর লুৎফর রহমান বলেন"এই নতুন ভবন নির্মিত হলে বিষ্ণুপুরের সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংগীত, নাটক ও লোকজ সংস্কৃতির বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।” তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন," সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এই ভবন নির্মাণের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন বাস্তবায়নে সহায়ক হবে। অনুষ্ঠান শেষে নতুন ভবন নির্মাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।