প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:৫৬ পি.এম
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা, কুইজ, রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম এবং সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আনওয়ারুল হক।
আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নুরুল আমিন, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, প্রভাষক আরিফ বিল্লাহ, প্রভাষক মিনহাজুর রহমান সাকিব, প্রভাষক নূর হোসেন, ইবতেদায়ী শিক্ষক মোবারক হোসেন, সহকারী মৌলবী সালমা পারভীন, শিরিনা খাতুন, প্রভাষক হোসেন আলী, সহকারী শিক্ষক আসাদুল্লাহ ও আব্দুস সালামসহ মাদ্রাসার সকল স্তরের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2025 satkhiranews24.com. All rights reserved.