উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
সকালে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে মহৎপুর সরকারি কবরস্থানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থী, স্কাউট ও গার্লস গাইড, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের অংশগ্রহণে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং থানা অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন।
পরবর্তীতে বিজয় মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটে।