March 9, 2025, 1:57 am
মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে মদের দোকানে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে অবৈধ ৪৬২ লিটার চোলাই মদ, ৪৬ভরি স্বর্ণালংকার, ১৮টি চেক ও ভারতীয় ২০৪০ রূপি উদ্ধারসহ ৩জনকে আটক করেছে। গেল বৃহস্পতিবার রাত ৯টায় উত্তর কালিগঞ্জ বাজার এলাকায় যৌথবাহিনী ও উপজেলা প্রশাসন দুই ঘণ্টা অভিযান চালায়।
অভিযানে আটক মদের দোকানের মালিক শেখ ইয়াসিন আলী (৭৪), তিনি ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মরহুম শেখ হাবিবুর রহমানের ছেলে। নবাব আলী (৩৭) মোমরেজপুর গ্রামের মরহুম হযরত আলীর ছেলে ও ওমাদ সরকার (৩২) তারালী ইউনিয়নের বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানাযায়, মাদক ব্যবসায়ী শেখ ইয়াসিন আলী একটি বৈধ লাইসেন্স এবং অন্তরালে গোপনে আরও একাধিক দোকানের মাধ্যমে অবৈধ দেশি মদ এলাকার স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিক্রি করছে। এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে এজন্টের মাধ্যমে একাধিক স্থানে মাদক সরবরাহ করছে।
এমন অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: নাহিদুল হক খান এর নেতৃত্বে একটি যৌথবাহিনী দেশি মদ সহ ৪৬ভরি স্বর্ণালংকার, ১৮টি চেক ও ভারতীয় ২০৪০ রূপি ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। মদের দোকানের মালিক শেখ ইয়াসিন আলী রেজিস্ট্রার অনুযায়ী ১৭০০ লিটার দেশি মদ স্টোরে মজুদ আছে বলে প্রশাসনকে জানান। ছাত্রজনতার উপস্থিতিতে মজুদকৃত মদ ওজন করলে ২ হাজার ১৪০ লিটার মদ পাওয়া যায়। অতিরিক্ত ৪৪০ লিটার মদ অবৈধ বলে মাদক ব্যবসায়ী ইয়াসিন আলী স্বীকার করেন।
মাদক বিক্রেতা ইয়াসিন আলীর দোকানটি তল্লাশীকালে সুদে টাকা গ্রহণকারী ও মাদক সেবনকারীদের বন্ধককৃত ৪৬ ভরি সোনার গহনা, ২০৪০ ভারতীয় রূপী, স্বাক্ষরকৃত অলিখিত জুডিশিয়াল স্টাম্প ও ১৮টি স্বাক্ষরকৃত ফাঁকা ব্যাংক চেক পাওয়া যায়। এসময় ৪৬২ লিটার চোলাই মদ, স্বর্ণালংকার, ফাঁকা স্টাম্প, ব্যাংকের চেক, ভারতীয় রূপী জব্দের পাশাপাশি মাদক ব্যবসায়ী শেখ ইয়াসিন আলী ও দুজন মাদকসেবী ওমাদ সরকার ও নবাব আলী গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নম্বর-১৯ তারিখ ২৮/০২/২০২৫ ধারা ৩৬(১) সারণীর ২৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন।
Leave a Reply