প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ৯:৪৮ পি.এম
কালিগঞ্জে বিষ্ণুপুর মৎস্য ঘেরে ডাকাতি কালে ৪জন আটক
ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে ডাকাতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন-২৫) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রায়হান গাজী (৩০), পানঘাট গ্রামের শান্তি সরদারের ছেলে প্রশান্ত সরদার (৪২), কোমরপুর গ্রামের শাহাদাত শেখের ছেলে আসাদুল শেখ (৩১) ও আশাশুনি উপজেলার কাঁকড়াবন গ্রামের মোস্তফা আকুঞ্জীর ছেলে জহুরুল ইসলাম (৩৬)।
স্থানীয়রা জানান, গভীর রাতে বন্দকাটি এলাকায় গোঁয়ালঘেসিয়া নদী সংলগ্ন মিজানুর খন্দকারের মৎস্যঘেরে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময়ে এলাকাবাসী সংঘবদ্ধভাবে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম ও লাইলী পারভীন ঘটনাস্থলে যেয়ে আটক ৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “আটককৃতদের থানায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Copyright © 2025 satkhiranews24.com. All rights reserved.