প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৯:৫৩ এ.এম
কালিগঞ্জে বিষ্ণুপুর চৌরাস্তা থেকে ফরিদপুর পর্যন্ত কার্পেটিং সড়কের পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন।
কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর চৌরাস্তা হইতে ফরিদপুর পর্যন্ত কার্পেটিং রাস্তার (G0B মেনটেনেন্স) কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) বেলা ১১টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নির্মাণকাজের শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী সজল কুমার রায়,উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ, বিশিষ্ট ঠিকাদার মোঃ ইলিয়াস হোসেন, ইউপি সদস্যা লাইলী পারভীন প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) এর তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২৮০০ মিটার দীর্ঘ এই সড়কের ৪০ মিলিমিটার কার্পেটিং কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে দুর্ভোগ চরমে পৌঁছেছিল। নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সড়কটি শুধুমাত্র বিষ্ণুপুর নয়, আশপাশের গ্রামের মানুষের যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্প বাস্তবায়নে গুণগতমান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
Copyright © 2025 satkhiranews24.com. All rights reserved.