কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের একটি চৌকস টহল দল রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে। জিআর নম্বর ৯৫৬৮৯০ এবং মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প থেকে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার এবং শূন্য লাইন থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মাদক কারবারির কাছ থেকে মালিকানাসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ সময় কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ছদর আলীর ছেলে মোঃ সালামকে আটক করা হয়। তবে তার সহযোগী আশরাফ হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।