কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের জন্য শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান মাঠে সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক এমপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতের সহসেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, নাসির উদ্দিন, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী ও কর্মপরিষদের সদস্যরা। ওই অনুষ্ঠানের পর এলাকায় একটি বিশাল গণমিছিল বের করা হয়, যাতে স্থানীয় কার্যকরি সদস্য ও সমর্থকরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।