মোঃ ইশারাত আলী :
দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমেছে জুন মাসের ১ তারিখ থেকে। গত শনিবার ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে নতুন দরের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর ১১৪ টাকা।
গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
মৌতলা, কালিগঞ্জ, নলতা এলাকার বেশ কয়েকটি রিটেইলার এর বিক্রয় পয়েন্ট সরেজমিন ঘুরে দেখা দেখা গেছে তারা পূর্বের দামে জ্বালানী বিক্রয় করছে। বিষয়টি তদারকী করার মতো কেউ নেই।