প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৫, ৯:২৭ এ.এম
কালিগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে ১১ হাজার কেজি লবণ বিতরণ
শিমুল হোসেন:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামের সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম সহ অন্যান্য কর্মকর্তারা। এই কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ১১ হাজার ৪০ কেজি লবণ বিতরণ করা হয়েছে। প্রতিটি গরু বা মহিষের চামড়ায় ৮-১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ৩-৪ কেজি লবণ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। চামড়া ছায়াযুক্ত, শুষ্ক ও বায়ু চলাচলযোগ্য স্থানে সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে চামড়া শিল্পের উন্নয়ন ও জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। উল্লেখ্য, বিসিক ও জেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগে জনসাধারণকে চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতন করা হচ্ছে, যা দেশের চামড়া শিল্পের উন্নয়নে সহায়ক হবে।
Copyright © 2025 satkhiranews24.com. All rights reserved.