সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের ঝুরঝরিয়া খাল দখলমুক্ত ও উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কায় খালটির নেটপাটা অপসারণ ও খাল শ্রেণিভুক্ত জমির ব্যক্তিমালিকানা বাতিলের দাবিতে গণস্বাক্ষরের মাধ্যমে রোববার (১ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর আবেদন জমা দেন তারা।
অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের সোতা ও রহমতপুর মৌজার উপর দিয়ে প্রবাহিত এই গুরুত্বপূর্ণ খালটি পূর্ব পরিকল্পিতভাবে দখলে নিচ্ছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। মানপুর গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে শেখ বদরুল আলম মিঠি,শেখ ছবিলার রহমান, সৈয়েদ আলী সরদারের ছেলে জুলফিকার রহমান সরদারসহ আরও ৯-১০ জন ব্যক্তি খালের জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে সোতা, বেনাদোনা, মানপুর, রহমতপুরসহ আশপাশের গ্রামে পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শত শত হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা ব্যাপক ফসলহানির পাশাপাশি বসতবাড়ির ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জামাল ফারুক ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান বলেন, "জনস্বার্থে ঝুরঝরিয়া খালটি দখলমুক্ত করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। একটি শ্রেণি নিজেদের স্বার্থে খালটি বন্ধ করে জনগণের পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।"
আবেদনের অনুলিপি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও প্রদান করা হয়েছে। এলাকাবাসী আশাবাদী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার স্থায়ী সমাধান হবে।