কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি :
অভিনব পদ্ধতিতে নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার সুরঞ্জন দাশগুপ্তের ছেলে। বুধবার সকালে বিজিবি তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করেছে।
বিজিবির বসন্তপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক জানান, বীরেশ্বর স্টিলের তৈরি একটি বড় ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে ভাসমান শক্তি বজায় রাখতে ৫ লিটারের পানির বোতল লাগানো ছিল।
রাতের অন্ধকারে প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করার পর ট্যাংক ভাসতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ করে নৌকা নিয়ে কাছে যায়। ট্যাংকের ভেতরে একজন মানুষ দেখতে পেয়ে তারা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
স্থানীয়দের ধারণা, একই কায়দায় মাদক বা অস্ত্র পাচারকারীরা সীমান্ত নদীপথে বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারে। আটক ব্যক্তির অসংলগ্ন বক্তব্য তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে।
ঘটনার পর বিজিবি ট্যাংকটি জব্দ করেছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।